জলঢাকায় বাল্যবিয়ে প্রতিরোধ কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত


moshiar প্রকাশের সময় : ০২/১৪/২০২৪, ১২:৫৪ পূর্বাহ্ণ /
জলঢাকায় বাল্যবিয়ে প্রতিরোধ কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

 

আবেদ আলী
নীলফামারীর জলঢাকায় বাল্যবিয়ে প্রতিরোধ কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার ধর্মপাল ইউনিয়ন পরিষদে
ইউএসএস ও প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশের সহযোগীতায় বাল্যবিয়ে প্রতিরোধ কমিটির এ ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ইউপি চেয়ারম্যান আবু তাহের।
এসময় বাল্যবিয়েকে না করে শিশুদের আগামী দিনের ভবিষ্যৎ ও অধিকার নিয়ে
বক্তব্য রাখেন, ইউপি সচিব গোলজার রহমান, ইউপি সদস্য ইউনুস আলী,
রাহেলা বেগম, কাজী মনছুর আলী,
শিক্ষক আব্দুল গফ্ফার, শিক্ষক মাহবুবুর রহমান, ইউএসএস এর ফিল্ড কো-অর্ডিনেটর আব্দুর রহিম, মনিটরিং এন্ড এভুলেশন কো-অর্ডিনেটর জিয়াউর রহমান জিয়া,
টেকনিক্যাল অফিসার বকুল চন্দ্র বর্মণ ও
ইউএসএস এর নেটওয়ার্ক সদস্য বায়েজিদ বোস্তামী প্রমুখ।
বক্তারা বলেন, মেয়েশিশুর সব থেকে বড় মানবাধিকার লঙ্ঘন হচ্ছে বাল্যবিয়ে।
বাল্যবিয়ের ফলে সিদ্ধান্ত গ্রহণ ও নিজের মতো জীবন যাপন করতে পারে না ওই শিশু। এখনো ১৮ বছর বয়স হওয়ার আগেই ৫১ ভাগ মেয়ের বিয়ে হচ্ছে।
সরকারের পাশাপাশি অভিভাবকদের সচেতনতা, আইনের প্রয়োগ, নজরদারি এবং সরকারি-বেসরকারি সংস্থার মধ্যে সমন্বয় বাড়ানো গেলে দেশ থেকে বাল্যবিয়ে বন্ধ করা সম্ভব। তাই
ওয়ার্ড পর্যায়ে সভা সেমিনারের মাধ্যমে বাল্যবিয়ের কুফল সম্পর্কে আলোচনা করার সিদ্ধান্ত নেওয়া হয়।