দিনাজপুরের জেলায় জেলায় স্মার্ট উদ্যোক্তা’ শীর্ষক বুটক্যাম্প অনুষ্ঠিত


moshiar প্রকাশের সময় : ০৫/০৪/২০২৪, ৪:৫৭ অপরাহ্ণ /
দিনাজপুরের জেলায় জেলায় স্মার্ট উদ্যোক্তা’ শীর্ষক বুটক্যাম্প অনুষ্ঠিত

 

বদরুদ্দোজা প্রধান পঞ্চগড় প্রতিনিধি:

তরুণ উদ্যোক্তাদের সম্ভাবনার বিকাশের লক্ষ্যে শুরু হলো গ্রামীণফোনের স্টার্টআপ জিপি এক্সিলারেটর ‘জেলায় জেলায় স্মার্ট উদ্যোক্তা’ বুটক্যাম্প অনুষ্ঠিত হয়েছে । মূলত দিনাজপুরের শিক্ষার্থী এবং সম্ভাবনাময় তরুণ ও তরুণী উদ্যোক্তাদের উদ্ভাবনী শক্তিকে কাজে লাগাতে এই উদ্যোগ। শনিবার (৪ মে) সকালে দিনাজপুর প্যারাডাইস কমিউনিটি এন্ড কনভেনশন সেন্টারে এই বুট ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। গ্রামীণফোন জানিয়েছে, বুটক্যাম্পে প্রায় ২০০ জন উদ্যোক্তা অংশ নেন। দেশব্যাপী ২০টি অঞ্চলে ধাপে ধাপে এই রিজিওনাল বুটক্যাম্পের আয়োজন  করা  হবে। অনুষ্ঠানটি দুটি ভাগে বিভক্ত ছিল। দিনের প্রথম ভাগে ডিজাইন থিংকিং এর কলাকৌশল, অর্থাৎ ডিজাইন থিংকিং কী, এর ধাপগুলো কী কী, প্রোডাক্ট টেস্টিং, মার্কেট রিসার্চ কীভাবে করতে হয়, ফিন্যান্সিয়াল মডেলিং কীভাবে করতে হয়, ইনভেস্টমেন্টের জন্য পিচ ডেক কীভাবে বানাতে হয়— এই বিষয়গুলোর ওপরে বিস্তারিত প্রশিক্ষণ প্রদান করা হয়। বুটক্যাম্পের চূড়ান্ত পর্ব অর্থাৎ দ্বিতীয় ভাগে আইডিয়া পিচিং প্রতিযোগিতা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, যেখানে স্থানীয় উদ্যোক্তাদের বিভিন্ন আইডিয়া উপস্থাপন করা হয়। এর মধ্যে স্থানীয় সমস্যা সমাধানকে সর্বোচ্চ  গুরুত্বারোপ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোহাম্মদ নুর-এ-আলম, অতিরিক্ত জেলা প্রশাসক
(শিক্ষা ও আইসিটি) দিনাজপুর, মোসফেকুর রহমান অতিরিক্ত পুলিস সুপার (ট্রাফিক এন্ড এষ্টেট) দিনাজপুর।রেজা হুমায়ুন ফারুক চৌধুরি
সভাপতি, চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিস দিনাজপুর।শেখ মাহাতাবুল হক সহকারী অধ্যাপক ও তত্বাবধায়ক উচ্চ মাধ্যমিক শাখা দিনাজপুর সরকারি কলেজ দিনাজপুর। মো: খন্দকার রওনাকুল ইসলাম
উপ-পরিচালক, যুব উন্নয়ন অধিদ্তর, দিনাজপুর। সম্পা দাস মৌ সভাপতি, দিনাজপুরের উদ্যোক্তা বর্গ বিশাল কুমার গুপ্ত কমিউনিটি বিল্ডার জি পি এক্সিলিরেটর
দিনাজপুর রিজিয়ন।
অনুষ্ঠানটি পরিচালনা করেন গ্রামীণফোনের লিড স্পেশালিস্ট সোহেল রানা।