জলঢাকায় সম্মিলিত ব্যবসায়ী পরিষদ প্যানেল এর পরিচিতি সভা অনুষ্ঠিত


moshiar প্রকাশের সময় : ০৩/০৫/২০২৪, ১০:৪২ অপরাহ্ণ /
জলঢাকায় সম্মিলিত ব্যবসায়ী পরিষদ প্যানেল এর পরিচিতি সভা অনুষ্ঠিত

 

আবেদ আলী স্টাফ রিপোর্টারঃ
আসন্ন ৯ মার্চ নীলফামারী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর দ্বি-বার্ষিক কার্যনির্বাহী কমিটির নির্বাচন ২০২৪-২০২৬ উপলক্ষে “সম্মিলিত ব্যবসায়ী পরিষদ প্যানেল” এর পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (৫ মার্চ) দুপুরে জলঢাকা উপজেলা পরিষদ হলরুমে
বাংলাদেশ কেমিস্টস এন্ড ড্রাগিষ্ট সমিতির
সভাপতি হাকীম মোস্তাফিজুর রহমান সবুজ এর সভাপতিত্বে ব্যবসায়ীদের সাথে এই পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।
জানা গেছে, এই নির্বাচনে পৃথক দুইটি প্যানেলে প্রতিদ্বন্ধিতায় নেমেছেন ৩৪ জন প্রার্থী। সাধারণ ভোটার ১ হাজার ৯৪০ এবং সহযোগী ভোটার ৯৬৩ জন রয়েছেন। সাধারণ গ্রুপের ১২টি পদের বিপরিতে ২৫ জন মনোনয়নপত্র দাখিল করলেও ১জন প্রত্যাহার করায় প্রতিদ্বন্ধিতায় রয়েছেন ২৪ জন এবং সহযোগী গ্রুপের ৫টি পদের বিপরিতে ১০ জন প্রতিদ্বন্ধিতায় রয়েছেন।
ইতোমধ্যে ট্রেড গ্রুপ থেকে বিনা প্রতিদন্ধিতায় নির্বাচিত হয়েছেন বাংলাদেশ ফার্টিলাইজার এ্যাসোসিয়েশনের আমিনুল ইসলাম ও বাংলাদেশ কেমিস্টস এন্ড ড্রাগিষ্ট সমিতির হাকীম মোস্তাফিজুর রহমান সবুজ। সাধারণ গ্রুপে প্রতিদ্বন্ধিতাকারী সানিটা টাইলস এর স্বত্বাধিকারী সামিউল ইসলাম শাওন বলেন, আসন্ন ৯ মার্চ নির্বাচনে যোগ্য প্রার্থীরাই নির্বাচিত হবেন বলে আশা করছি। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জলঢাকা উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল ওয়াহেদ বাহাদুর।